EasyShopBD (“আমরা”, “আমাদের”, “সেবা”) ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে সেবাটি ব্যবহারের আগে এই শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
আমাদের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে আপনি আমাদের নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেন।
আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তন কার্যকর হলে ওয়েবসাইটে নোটিশ প্রদান করা হবে।
আমাদের সেবার নির্দিষ্ট অংশ ব্যবহার করতে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে।
আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য সঠিক ও হালনাগাদ রাখবেন।
অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
গ্রাহক অর্ডার কনফার্ম করার পর তা আমাদের সিস্টেমে প্রক্রিয়াজাত করা হয়।
আমরা অর্ডার বাতিল বা পরিবর্তন করার অধিকার রাখি যদি প্রোডাক্ট স্টকে না থাকে বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যা হয়।
পেমেন্ট অপশন: Cash on Delivery, bKash, Nagad, Rocket এবং অন্যান্য গেটওয়ে (যখন সক্রিয় হবে)।
নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা পণ্য ডেলিভারি দেওয়ার চেষ্টা করব।
ডেলিভারি চার্জ গ্রাহকের অবস্থান ও অর্ডারের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।
আমাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো পরিস্থিতি (যেমন প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন সমস্যা) হলে ডেলিভারিতে দেরি হতে পারে।
গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিটার্ন/রিফান্ড দাবি করতে পারবেন (আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী)।
ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত নেওয়া হবে না।
আমাদের ওয়েবসাইট ও অ্যাপে থাকা সকল কনটেন্ট (লোগো, টেক্সট, ইমেজ, ডিজাইন) EasyShopBD-এর মালিকানাধীন।
পূর্বানুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, বিতরণ বা ব্যবহার করা যাবে না।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্য প্রদানের জন্য, তবে কোনো ধরনের ভুল, বিলম্ব বা ক্ষতির জন্য আমরা দায়ী নই।
তৃতীয় পক্ষের লিঙ্ক বা সেবা ব্যবহার করলে তার দায়ভার আপনার নিজের।
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশি আদালতে নিষ্পত্তি হবে।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে যোগাযোগ করুন:
📧 Email: support@easyshopbd.net
📞 Phone: +8801590000900
🌐 Website: easyshopbd.net